Logo

সারাদেশ

লোহাগড়ায় নিরাপত্তা ও সম্পত্তি ফিরে পেতে এক পরিবারের আবেদন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২০:৩০

লোহাগড়ায় নিরাপত্তা ও সম্পত্তি ফিরে পেতে এক পরিবারের আবেদন

জমিজমা সংক্রান্ত ইস্যুতে নড়াইলের লোহাগড়া উপজেলার সদর পাড়া গ্রামের এক পরিবার প্রতিবেশীদের নির্যাতন, হয়রানি ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা চাইছে পরিবারটি।

পরিবারের পক্ষ থেকে সৈয়দ ইমরান হোসেন জানান, তার বাবা সৈয়দ মনিরুজ্জামানের বয়স সত্তরের বেশি। তিনি  কর্মহীন ও অসুস্থ। তার বাবা ছোটবেলায় পিতামাতাকে হারিয়ে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বড় হন। সৌদি আরবে কাজ করে যে অর্থ তিনি মামা সৈয়দ আজিজুর রহমানের কাছে জমি কেনার জন্য পাঠিয়েছিলেন, সেই টাকায় ৩১.৫ শতাংশ জমি কিনে  আজিজুর রহমান নিজের নামে অর্ধেক রেজিস্ট্রি করে নেন। বর্তমানে এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

ইমরান অভিযোগ করেন, আজিজুর রহমান ও তার তিন ছেলে সৈয়দ রাসেল আহমেদ, সৈয়দ কামাল হোসেন সোহাগ ও সৈয়দ মেহেদি হাসান তাদের বিভিন্নভাবে হয়রানি করছেন। জমি নিয়ে পূর্বের মাপ-জোকে অসামঞ্জস্য থাকার পরেও তারা সীমানা নির্ধারণে বাধা সৃষ্টি করছেন। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বিষয়টি সমাধানের উদ্যোগ নিলেও অভিযুক্তরা কোনো বৈঠকে হাজির হননি।

ইমরানের ভাষ্যমতে, ২০২৪ সালের রোজার ঈদের পরে অভিযুক্তরা তাদের বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও প্রভাবশালী অভিযুক্তরা মিথ্যা মামলা এবং ভুয়া সাক্ষীর ভয় দেখিয়ে পরিবারটিকে হয়রানি করছে। 

পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে জমি মাপজোকের মাধ্যমে সীমানা নির্ধারণ এবং তাদের জীবনের নিরাপত্তা চাইছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে পরিবারটি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। 

এ বিষয়ে অভিযুক্ত আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি। 

লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

এআরএস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর