Logo

সারাদেশ

পঞ্চগড়ে ফের শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪২

পঞ্চগড়ে ফের শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ে আবারও ৯ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। তাপমাত্রা ওঠানামা করায় পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগ। আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কনকনে শীতে কষ্ট পাচ্ছে গৃহপালিত প্রাণীরাও। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা রয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগে রোববার (১২ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সকাল থেকে দেখা গেছে, ঝলমলে রোদ নিয়ে উঠেছে সূর্য। তবে কুয়াশা না থাকলেও কনকনে শীতের কারণে হাড় কাঁপছে এ অঞ্চলের মানুষদের। শীতের কারণে দুর্ভোগে পড়েছেন পাথর শ্রমিক, ভ্যান চালক, চা শ্রমিক, দিন মজুর থেকে নিম্ন আয়ের মানুষগুলো। শীতে আয় রোজগার কমে গেছে। একদিকে দৈনন্দিন বাজার, আরেক দিকে রোগের চিকিৎসা সবমিলিয়ে পরিস্থিতি বিপাকে পড়েছেন তারা। শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন তারা।

এ বিষয়ে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, ‘দুইদিন তাপমাত্রা বাড়ার পর আজকে আবার তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে এসেছে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে  ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সোমবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগে রোববার (১২ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ’

এসকে দোয়েল/এমআই


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর