‘বিচারের আগে দেশের মাটিতে আ.লীগের ঠাঁই হবে না’
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৫৮
বিচারের আগে দেশের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না বলে মন্তব্যে করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম। সোমবার (১৩ জানুয়ারি) রাতে কাউখালী উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচার সরকার মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রেখেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও নির্বাসনে পাঠিয়েছে। এ ছাড়াও লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন করেছে। অবশেষে আওয়ামী স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে। যতদিন না তাদের বিচার হবে, ততদিন পর্যন্ত দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না।’
রেজাউল করিম তার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। আজ মুক্ত দেশে ফিরে এসেছি, এটি আমার জন্য গর্বের বিষয়।’
তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তার নেতৃত্বে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে এই বিপ্লব সফল করেছে।’
সৈয়দ বশির আহম্মেদ/এমজে