স্বেচ্ছাসেবক লীগ নেতাকে করা হলো কৃষক দলের সভাপতি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:১৮

সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাছেদ আলীকে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি করা হয়েছে। এর প্রতিবাদে শনিবার দুপুরে তাড়াশ প্রেস ক্লাব চত্বরে কৃষক দলের ইউনিয়ন কমিটি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য দেন, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুশীল কুমার, সহসভাপতি মো. রুহুল আমিন, মো. জাহাঙ্গীর আলম, মো. শরীফুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. আবদুস সামাদ, মো. হাফিজুর রহমান, মো. উজ্জ্বল হোসেন, সোহাগ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র অনৈতিক সুবিধা নিয়ে মো. বাছেদ আলীকে দেশীগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি করেছেন। বাছেদ আলীর মতো এরকম অনেককে কমিটিতে পদ দেওয়া হয়েছে। অথচ ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে ঠাঁই হয়নি।’
অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র।
সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি মো. মতিয়ার রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এমজে