Logo

সারাদেশ

ঋণ নিয়ে আলু চাষ, ক্ষতির মুখোমুখি কৃষকরা

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪

ঋণ নিয়ে আলু চাষ, ক্ষতির মুখোমুখি কৃষকরা

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁও জেলার আলুচাষিরা বর্তমানে কঠিন সময় পার করছেন। এক মাস আগেও বাজারে প্রতি কেজি আলুর দাম ছিল ৭০-৮০ টাকা। এখন সেই দাম কমে গেছে। মাত্র ১৫-১৭ টাকায় বিক্রি হচ্ছে আলু। ফলে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বেশি লাভের আশায় কৃষকরা ঋণ নিয়ে এ বছর বেশি জমিতে আলু চাষ করেছিলেন। কিন্তু বর্তমান বাজারের পরিস্থিতি তাদের প্রত্যাশিত লাভের আওতার বাইরে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের আলুচাষি রনি ইসলাম বলেন, ‘গত বছর ভালো লাভের পরে এই বছর বেশি জমিতে আলু চাষ করেছিলাম। কিন্তু এখন দাম কমে যাওয়ায় আমি  দেনা পরিশোধে সমস্যায় পড়েছি। ১৫ দিন আগে যে আলু ৪০-৪৫ টাকায় বিক্রি করেছি, এখন তা ১৫-১৭ টাকায় বিক্রি হচ্ছে।’

জানা গেছে, আলুচাষে অন্যান্য বছরের তুলনায় এবার খরচ বেশি হয়েছে। বিশেষ করে বৃষ্টির কারণে জমি নষ্ট হওয়ায় নতুন বীজ রোপণ করতে হয়েছে। কিন্তু বাজারে আলুর দাম না বাড়ায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘গত মৌসুমে ২৬,১৬৮ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। কিন্তু এই বছর ৩৪,৫০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। কৃষকরা ভালো লাভের আশায় অধিক জমিতে আলু চাষ করেছেন। তবে খরচের কারণে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। যদিও উৎপাদন ভালো, দাম কম থাকায় তারা লাভের পরিবর্তে লোকসানের মুখোমুখি হয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলার কৃষক রেজাউল বলেন, ‘বাজারে দাম বাড়লে আমরা খুশি থাকি। কিন্তু এখন দাম কমছে। আর সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।’

হরিপুর উপজেলার আলুচাষি করিম বলেন, ‘আলু চাষে সার ও কীটনাশকের দাম বেড়েছে।  শ্রমিকদের পারিশ্রমিকও বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় খরচের টাকা তুলতে আমরা হিমশিম খাচ্ছি।’

আলু ব্যবসায়ী রকি ইসলাম বলেন, ‘মৌসুমের শুরুতে এক কেজি আলু ৮০ টাকায় কিনেছিলাম। তবে এখন সেটা ১৫-১৭ টাকায় কিনছি।’

আবু সালেহ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর