Logo

সারাদেশ

নরসিংদীতে বাইপাস সড়ক নির্মাণকাজ বন্ধের দাবি

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৫

নরসিংদীতে বাইপাস সড়ক নির্মাণকাজ বন্ধের দাবি

ছবি : বাংলাদেশের খবর

শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধের দাবিতে নরসিংদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে দাবি করা হয়, মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজারকে ধ্বংস করার জন্য এ বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ওই সংস্থার সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা।

তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে ফসলি জমির উপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। এতে একদিকে মাধবদী ও বাবুরহাটের যে ঐতিহ্য সেটি ধ্বংসের পাঁয়তারা চলছে। অন্যদিকে সরকারের তিনগুণ বেশি টাকা খরচ করা হচ্ছে। এ বাইপাস সড়ক নির্মাণকে ঘিরে অনেক শিল্পকারখানা ও অর্ধশত ব্যাংকের শাখা রয়েছে। 

চন্দন কুমার আরও বলেন, এ এলাকায় প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান। এ ছাড়া দুইটি বাজারে প্রতি সপ্তাহে পাঁচ হাজার কোটি টাকা লেনদেন হয়। মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে সড়ক নির্মাণ হলে বিপুল পরিমাণ মানুষ কর্ম হারাবে। ব্যাবসায়িক লেনদেন কমে যাবে। তাই এ শিল্পকে বাঁচাতে নতুন বাইপাস সড়কের কাজ বন্ধ করে পুরাতন মহাসড়ক প্রশস্ত করার জোর দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মো. আফজাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আমরা মাধবদীবাসী সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সিনিয়র সহসভাপতি সাদেক গাজীসহ সংগঠনের নেতাকর্মীরা।

সুমন রায়/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর