এবার রেস্টুরেন্টের স্ক্রিনে ‘ছাত্রলীগের ফেরার বার্তা’
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:২৬
কক্সবাজারের উখিয়ার থাইংখালী বাজারের একটি রেস্টুরেন্টের প্রবেশমুখে থাকা ডিজিটাল স্ক্রিনে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ শীর্ষক বার্তা ভেসে ওঠে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে রেস্টুরেন্টটি বন্ধ থাকলেও স্থানীয়রা বিষয়টি দেখতে পান। এরপর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। রেস্টুরেন্টের মালিক বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
ওসি আরও বলেন, ‘কীভাবে ও কারা এই বার্তা স্ক্রিনে প্রদর্শন করেছে, তা তদন্ত করা হচ্ছে। রেস্টুরেন্টে ব্যবহৃত প্রযুক্তি ও এর নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।’
থাইংখালী এলাকার বাসিন্দারা এ ঘটনা নিয়ে নানা গুঞ্জন শুরু করেছেন। স্থানীয়রা এমন ধরনের বার্তা প্রদর্শনকে উসকানিমূলক ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটি নাকি উদ্দেশ্যমূলকভাবে এই বার্তা প্রদর্শন করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। প্রাথমিক তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমজে