বাউফলে ছাত্রদল নেতাকে বহিষ্কারের দাবি বিএনপি সভাপতির
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৫
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদ মুন্সীকে বহিষ্কারের দাবি জানিয়েছে কালাইয়া ইউনিয়ন বিএনপি। এ বিষয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় কালাইয়া বন্দরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তুহিন অভিযোগ করেন, ‘গত ২৮ ডিসেম্বর ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদ মুন্সী দলবল নিয়ে চর দিয়ারা কচুয়ায় কৃষকের জমি দখল করতে গেলে স্থানীয় কৃষকদের প্রতিরোধে ছাত্রদলের কয়েকজন নেতা আহত হন। খবর পেয়ে আহতদের দেখতে আমি বাউফল হাসপাতালে গেলে মুজাহিদ মুন্সী ও তার সঙ্গীরা আমার ওপর হামলা চালায়।’
তিনি আরও বলেন, ‘হামলার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। পরে পুলিশ আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অথচ আমাকে ওই জমি দখলের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে। আমি এ ঘটনায় দলীয় হাইকমান্ডের কাছে মুজাহিদ মুন্সীকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।’
দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম অভিযোগ করেন, ‘এই ঘটনার মিথ্যা মামলায় আমাকেও আসামি করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কালাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাহার সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদল, সাংগঠনিক সম্পাদক মো. জহির মুন্সী, দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল।
অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদ মুন্সী বলেন, ‘কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও তার লোকজন আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে চর ও হাটবাজার দখল করেছেন। ছাত্রদল নেতা ইয়াসিনের জমিও তারা দখল করেছেন। ইয়াসিনসহ কয়েকজন ছাত্রদল নেতা চরে গেলে বিএনপি নেতা তুহিনের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়। আমি তাকে (তুহিন) রক্ষা করেছি, হামলা করিনি।’
উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘তুহিনের ওপর হামলার ঘটনা দলীয় হাইকমান্ডকে জানানো হয়েছে। তারা যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।’
গত ২৯ ডিসেম্বর জেলা ছাত্রদল মুজাহিদ মুন্সীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিলেও তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
দলের অভ্যন্তরীণ কোন্দল ও জমি দখল নিয়ে ওঠা অভিযোগে বাউফলের রাজনীতি উত্তপ্ত। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের মধ্যে ক্রমবর্ধমান বিরোধ দলীয় ঐক্য ও শৃঙ্খলার ওপর প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলীয় নেতারা।
আরিফুল ইসলাম সাগর/এমজে