ব্রাহ্মণবাড়িয়ায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে ফের হামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
-6786597cb3e9f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পরিবারের ওপর ফের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ নাসির উল্লাহ ও আব্দুল্লাহ নামে দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
এর আগে গত ৭ জানুয়ারি সকাল পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চন্ডালখিল গ্রামে হামলার এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শরিফা আক্তার (৪৫) বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি চন্ডালখিল গ্রামের ইকবাল বাহারের স্ত্রী। এ ঘটনার বিচার চেয়ে গত ১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ১২ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেছেন আহত শরিফা আক্তার।
লিটন হোসাইন জিহাদ/এমবি