Logo

সারাদেশ

রেল শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১৮

রেল শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ছবি : প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে শ্রমিক লীগ নেতা তরুণ কুমার মণ্ডলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে রেলওয়ের সম্পত্তি অবৈধভাবে দখল, ভাড়া আদায় এবং বিক্রির অভিযোগ রয়েছে, যা স্থানীয় শ্রমিকসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।  

রেল কারখান সূত্রে জানা গেছে, কারখানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কুমার মণ্ডল দীর্ঘ ২৫ বছর ধরে সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকলীগ কার্যালয়ের নিকট একটি দ্বিতল বাংলোর উপরতলা অবৈধভাবে দখল করে রেখেছেন। বাংলোটি শহরের সাহেবপাড়া এলাকার গীর্জা রোডে অবস্থিত এবং সেখানে তিনি রেলওয়ের কোনো রাজস্ব আদায় না করেই বসবাস করছেন। এছাড়া বাংলোর সামনের জায়গায় টিনশেড দুটি বাড়ি তৈরি করে সেগুলোকে ভাড়া দিয়ে আর্থিক সুবিধা নিচ্ছেন তিনি।  

অভিযোগ রয়েছে, তরুণ মণ্ডল দীর্ঘ সময় ধরে কর্মস্থলে না গিয়ে ব্যক্তিগত ও সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন এবং রেলওয়ের জমি দখল, ক্রয়-বিক্রয়সহ নানা সুযোগ সুবিধা লাভ করেছেন।  

এদিকে অবসর গ্রহণের পর তিনি শহরের নয়াটোলা এলাকায় ৮ শতক জমি কিনে সেখানে বহুতল ভবন নির্মাণ করেছেন। পৌরসভা থেকে ৫ তলা ভবনের নকশা অনুমোদন পেলেও তরুণ মন্ডল ৬ তলা ভবন তৈরি করেছেন সেখানে। এমনকি অনুমোদন ছাড়া একটি মোবাইল টাওয়ারও বসিয়েছেন তিনি।  

অভিযুক্ত তরুণ মণ্ডল বলেন, ‘বাংলোটিতে আমি অবৈধভাবে থাকি না, এটি মহিলা অঙ্গনের নামে বরাদ্দ এবং আমি কেয়ারটেকার হিসেবে বসবাস করি।’ তবে, রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয়দের দাবি, তিনি এই সম্পত্তি অবৈধভাবে দখল করে ভাড়া আদায় করছেন।  

মহিলা অঙ্গন সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা খানমের স্বামী আরিফুর রহমান বলেন, ‘বাংলোটি মহিলা অঙ্গনের নামে বরাদ্দ আছে বলে জানি। কিন্তু সেখানে তরুণমন্ডল বসবাস করেন। তিনি ওই বাংলোর ভিতরে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এগুলো থেকে কোন টাকা মহিলা অঙ্গন পায় না।’

রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ‘বাংলোটি মহিলা অঙ্গনের নামে বরাদ্দ থাকলেও সেখানে তরুণ কুমার মন্ডল বসবাস করছেন এবং ভাড়া বাবদ রেলওয়ে কোনো টাকা পায় না।’ 

রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক মোস্তফা জাকির হাসান বলেন, ‘তরুণ কুমার মণ্ডল ক্লিয়ারেন্সের জন্য যে আবেদন করেছেন, তা তদন্ত করা হবে। তিনি যতদিন থেকে সেখানে অবৈধভাবে বসবাস করছেন, সে মোতাবেক সকল অর্থ আদায় করা হবে।’

তায়্যিব সরকার/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর