-67874e731d763.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামি কাউসার আলীকে (৫০) বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার আলী ওই গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে। তিনি কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি।
নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক বাড়িতে এসে তার স্বামীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে চানপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে আমরা নিহতের বাড়িতে এসেছি।নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’
এম বুরহান উদ্দীন/এটিআর