Logo

সারাদেশ

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:২৮

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৫ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বেউরঝারি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

বিজিবির অধিনায়ক বলেন, রাতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। তাকে ফেরত আনার জন্য যোগাযোগ অব্যাহত রয়েছে। 

আবু সালেহ/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর