Logo

সারাদেশ

তারুণ্যের উৎসবে পরিবেশ সুরক্ষার বার্তা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৫২

তারুণ্যের উৎসবে পরিবেশ সুরক্ষার বার্তা

ছবি : বাংলাদেশের খবর

নাটোরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিবেশ রক্ষায় পলিথিন পণ্যের ব্যবহার পরিহার, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক র‌্যালি ও কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করে পরিবেশ অধিদপ্তর। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলম এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীরা।

মেহেদী হাসান তামিম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর