নির্মাণাধীন ভবনের বিদ্যুতের তার কেটে নিল দুর্বৃত্তরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৪:১৯

লক্ষ্মীপুর সদরের লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকাবাসী ও পথচারীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জানুয়ারি) গভীর রাতে প্রবাসী আবদুল গনির নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ লাইনের তার কেটে নেয় দুর্বৃত্তরা। মিটার সংযোগ না থাকায় প্রবাসীর ভাই আবদুল আউয়ালের ঘর থেকে সাব-লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। চুরি হওয়া তারটি সুপারি গাছের সঙ্গে বাঁধা ছিল।
চুরি হওয়া তার ছাড়াও নির্মাণাধীন ভবন থেকে দুই বান্ডিল রড এবং ওয়ারিংয়ের কয়েকটি সুইচ বোর্ডের তার কেটে নেওয়া হয়। একইদিন সকালে প্রবাসীর জমির সীমানায় থাকা বাঁশের বেড়ায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
এলাকাবাসী জানান, প্রবাসী আবদুল গনি ও তার আত্মীয় সোলতান মাহমুদের মধ্যে জমি কেনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে উভয়ের মধ্যে সংঘর্ষ এবং আদালতে একাধিক মামলার ইতিহাস রয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, সোলতান মাহমুদ ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
প্রবাসীর ভাই আবদুল আউয়াল বলেন, ‘নির্মাণাধীন ভবনে কাজ চালাতে আমার ঘর থেকে বিদ্যুৎ সরবরাহ করছিলাম। দুর্বৃত্তরা তার কেটে নিয়ে গেছে এবং ভবনের দুই বান্ডিল রডও চুরি করেছে। একইদিন সকালে সীমানার বেড়ায় আগুন ধরিয়ে দেয়। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
স্থানীয়রা জানান, বিদ্যুতের তার কাটা হলেও বাকি অংশে বিদ্যুৎ সংযোগ ছিল। যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারত। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অভিযুক্ত সোলতান মাহমুদের আত্মীয় পারভিন আক্তার বলেন, ‘জমি ক্রয় নিয়ে গনির সঙ্গে সোলতান মাহমুদের বিরোধ চলছে। শত্রুতার কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’
এমজে