Logo

সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী নিহত

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে হরিণাকুণ্ডু উপজেলা শহরের হল বাজার সড়কে ইট বোঝাই ট্রাক্টর চাপায় নওরিন সোয়োবা নোভা (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। অপরজন সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন (১৬) নামের স্কুলছাত্র নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৩টায় হরিণাকুণ্ডু উপজেলা শহরের হল বাজার সড়কে দিয়ে স্কুলছাত্রী নোভা হেঁটে যাচ্ছিল। এমন সময় ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নোভা সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী ও উপজেলার ফলসী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রইফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, একইদিন সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী সালিম হোসেন।

নিহত নাঈম উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি মহেশপুর পাইলট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। আহত সালিম একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে মহেশপুর শহরে যাচ্ছিল নাঈম হোসেন ও তার চাচাতো ভাই সালিম। পথিমধ্যে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে তারা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে নাঈম ও সালিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর