Logo

সারাদেশ

অন্যের জমিতে ‘ঘর তুললেন’ বহিষ্কৃত বিএনপি নেতা

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪১

অন্যের জমিতে ‘ঘর তুললেন’ বহিষ্কৃত বিএনপি নেতা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মুলচর গ্রামে বিএনপির বহিষ্কৃত নেতা শামীম মোল্লার বিরুদ্ধে অন্যের জমিতে ঘর তোলার অভিযোগ উঠেছে। তিনি রাতের আঁধারে জমি দখল করে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করেছেন বলে অভিযোগ মুলচর গ্রামের লালচান বকাউলের ছেলে আজিজুল বকাউলের। তিনি ওই জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন বলে জানিয়েছেন।

আজিজুল বকাউল বলেন, ‘শামীম মোল্লা ও তার লোকজন আমাকে কয়েকবার হুমকি দিয়েছে। জমি নিয়ে তাদের দাবি থাকলেও আমি তা মানিনি। তারা আমাকে জমির টাকা দিয়ে দখল নিতে চেয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাবে সায় দেইনি।’ এর পরিপ্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি দিবাগত রাতের কোনো এক সময়, শামীম মোল্লা দলবল নিয়ে আজিজুলের জমিতে গিয়ে ঘর তোলার চেষ্টা করেন বলে তার অভিযোগ।

পরে আজিজুল বকাউল পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেয়। 

স্থানীয় ব্যবসায়ী মান্নান খান জানিয়েছেন, কিছুদিন আগে জমি নিয়ে শামীম মোল্লা আজিজুলকে ৪০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সময়মতো টাকা পরিশোধ না করায় আজিজুল জমি বিক্রি করতে অস্বীকার করেন।

এ বিষয়ে শামীম মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমি কোনো অবৈধ কাজ করি না। কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে আশা করি, আমি আবারও বিএনপির পদ ফিরে পাব।’

দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম সিদ্দিক বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছি।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর