Logo

সারাদেশ

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২১:১৫

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস, দুটি মাথা ও সাতটি পা উদ্ধার করেছে বনরক্ষীরা। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশন সংলগ্ন ঘাগড়ামারী এলাকা থেকে হরিণের এ মাংস উদ্ধার করা হয়।

চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত জানান, সুন্দরবনে হরিণ পাচারকারী চক্রের উপস্থিতির খবর পাওয়া গেলে ঘাগড়ামারী ক্যাম্পের বনরক্ষী ইউসুফ হাওলাদার, মহিউদ্দিন ও জয়নুল আবেদীন অভিযান শুরু করেন। অভিযানের সময় হরিণ শিকারিরা বনরক্ষীদের দেখে ধারালো অস্ত্র উঁচিয়ে হুমকি দেয়। তখন পরিস্থিতি সামাল দিতে ফাঁকা গুলি ছোড়া হয়। এরপর শিকারিরা মাংস ফেলে রেখে গহীন বনে পালিয়ে যায়।

এ সময় তল্লাশি চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস, দুটি মাথা ও সাতটি পা উদ্ধার করেন বনরক্ষীরা। এ ঘটনায় চারজন হরিণ শিকারির মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বন আইন অনুযায়ী এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাংস বৃহস্পতিবার বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

শেখ আবু তালেব/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর