Logo

সারাদেশ

‘মার্চ ফর ফেলানী’র নেতৃত্ব দেবেন সারজিস

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫

‘মার্চ ফর ফেলানী’র নেতৃত্ব দেবেন সারজিস

‘মার্চ ফর ফেলানি’ কর্মসূচি উপলক্ষে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। বুধবার (১৫ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ অফিসার্স ক্লাবে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ব্রিফিংয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন, ‘কুড়িগ্রাম সীমান্তে ফেলানিকে নির্মমভাবে গুলি করে হত্যার পর অমানবিকভাবে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। এছাড়া সীমান্তে নানাভাবে বিএসফ মানুষ হত্যা করে চলেছে। বিগত নতজানু আওয়ামী সরকারের ১৬ বছরে শাসনে ভারতের এমন হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হয়নি। তাই বর্তমান ছাত্র-জনতার সরকার আমলে ফেলানি হত্যার বিচার করাসহ সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাতীয়ভাবে আন্দোলন শুরু করা হবে।’

তিনি আরও জানান, ‘আগামী ১৬ জানুয়ারি কুড়িগ্রামে সারজিস আলমসহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পথসভা করবেন। এই কর্মসূচি কুড়িগ্রাম থেকে শুরু হলেও দেশব্যাপী পালন করা হবে।’

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর