Logo

সারাদেশ

বাগেরহাটে নসিমন উল্টে নিহত ২

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৩০

বাগেরহাটে নসিমন উল্টে নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের মোংলায় নসিমন উল্টে ২ জন নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গাছির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩ জন। 

নিহতরা হলেন, রোকন উদ্দিন (৬০) ও দিদার মোল্লা (৩২)। রোকন মোংলা উপজেলার সোনাইলতলা এলাকার ওয়াজেদ আলী শেখের ছেলে এবং দিদার খুলনার দাকোব উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে।  

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, গত রাত ২টার দিকে মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় দ্রুত গতিতে আসা একটি নসিমন (ট্রলি গাড়ি) রাস্তায় স্তুপ করা পাথরের ওপর উঠে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক নিহত এবং ৪ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে আরও একজনের মৃত্যু হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বুলেট সেন জানান, বুধবার (১৬ জানুয়ারি) ভোরে আহত ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে আসার আগে মারা যান। বাকি ২ জনের মুখ দিয়ে রক্ত পড়ছিল, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অন্য একজন সকাল ৯টায় নিজেই হাসপাতালে এসেছেন,তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী মো. বরকত উল্লাহ জানান, মোংলা থেকে ধান নিয়ে একটি ট্রলি সেলিমের রাইস মিলে রেখে সোনাইলতলায় যাচ্ছিল। এসময় কুয়াশার কারণে ট্রলিটি সড়কে রাখা পাথরের স্তুপে ওঠে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ৫ জনের মধ্যে ২ জন নিহত এবং ৩ জন আহত হন। 

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর