ব্যাটারি কেনার টাকা দেননি বাবা-শ্বশুর, অভিমানে যুবকের আত্মহত্যা
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:১০
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ইমরান হোসেন (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (১৫ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
উপজেলার বালিগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া ইমরান হোসেন গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার পচার বাজার গ্রামের মো. এরশাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চলবলা মদনপুর গ্রামের নয়ন ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১৫)-কে বিয়ে করেন ইমরান। বিয়ের পর তারা ইমরানের বাবা-মায়ের সঙ্গেই বসবাস করছিলেন। তবে কয়েক দিন আগে বনগাঁও এলাকায় আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া নিয়ে আলাদা থাকতে শুরু করেন।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে ইমরান তার অটোরিকশার জন্য নতুন ব্যাটারি কেনার টাকা বাবা ও শ্বশুরের কাছে চেয়ে ব্যর্থ হন। এতে অভিমান করে রাতের খাবার খেয়ে স্ত্রীর সঙ্গে কথাবার্তা শেষে ঘুমিয়ে পড়েন। ভোরে স্ত্রী সাদিয়া নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে ইমরানকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।
খবর পেয়ে টঙ্গীবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে।’
বাড়ির মালিক আলমগীর হোসেন বলেন, ‘সকালে অন্যদের চিৎকারে জানতে পারি ভাড়াটিয়া ইমরান আত্মহত্যা করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।’
নাজমুল ইসলাম পিন্টু/এমজে