নীলফামারীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ বিষয়ে কর্মশালা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
নীলফামারীর কিশোরগঞ্জে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে তরুণ-তরুণীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে একটি র্যালি হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা নাগরিক কমিটির আ. কাইয়ুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ছাত্র সমন্বয়ক মোতালেব হোসেন প্রমুখ।
এছাড়া ছাত্র-ছাত্রীরা দেশ গঠনে তারা তাদের ভাবনাগুলো এ কর্মশালায় তুলে ধরেন।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে সকল ইউনিয়নে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে বির্তক, রচনা, কুইজ, জুলাই-৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য শূন্যতার প্রচার, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল, শ্রেণিকক্ষসহ বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ, বাংলাদেশসহ বিশ্বের সফল উদ্যোক্তাদের জীবন ও সফলতার গল্প শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা, ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল টুর্নামেন্ট, যুব সমাবেশ ও পুষ্টি বিষয়ক সচেতনতার কার্যক্রম করা হয়েছে।
আবু হাসান শেখ/এমএইচএস