Logo

সারাদেশ

সংখ্যালঘু নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা সরকারের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:০৬

সংখ্যালঘু নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা সরকারের

রাজধানী ঢাকার মতিঝিলে গতকাল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনটিসিবি) ভবনের সামনে সংখ্যালঘু নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসাথে, এই হামলার তদন্তে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এ ঘটনায় ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। ঘটনার সাথে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করা হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, ‘জুলাই বিপ্লবের সত্যিকারের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই।’ সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি জানানো হয়েছে, ‘যারা ঐক্য, শান্তি ও আইন-শৃঙ্খলা বিনষ্ট করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর