Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন প্রতিহত করতে চায় একাংশের নেতারা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:১৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন প্রতিহত করতে চায় একাংশের নেতারা

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় আগামী শনিবার (১৮ জানুয়ারি) জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক দিয়েছেন জেলা বিএনপির বৃহত্তর একাংশের নেতাকর্মীরা। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয় জহিরুল হক খোকন ও হাফিজুর রহমান মোল্লা কচির নেতৃত্বে। তারা জেলা বিএনপির সম্মেলনকে ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করেন। এ সম্মেলন প্রতিহতের অঙ্গীকার করেন নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, ‘এমন সম্মেলন আয়োজন করা হচ্ছে, যেখানে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। একদল পুরনো ফ্যাসিস্ট সরকারের লোকজনকে নিয়ে সম্মেলন করার চেষ্টা করছে। এটি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনোভাবেই চলতে দেওয়া হবে না।’

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন, ‘পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়া সম্মেলন আয়োজন করা হচ্ছে। যা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবহেলা। নির্বাচন কমিশনকে দ্রুত হালনাগাদ ভোটার তালিকা তৈরি করতে হবে। নয়তো আমরণ অনশনসহ কঠোর আন্দোলন শুরু হবে।’

এ সময় বক্তারা দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা গেলে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।

জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। এক পক্ষ সম্মেলন প্রতিহতের ঘোষণা দিলেও, অন্য পক্ষ সম্মেলন সফল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে।

লিটন হোসাইন জিহাদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর