Logo

সারাদেশ

বাইসাইকেল চালিয়ে ফিরছিলেন বাড়ি, বাইকের ধাক্কায় প্রাণ গেল

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৮

বাইসাইকেল চালিয়ে ফিরছিলেন বাড়ি, বাইকের ধাক্কায় প্রাণ গেল

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও বৃহস্পতিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওয়াজেদ আলী ধাওড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে ওয়াজেদ আলী বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ধাওড়া বাজার থেকে বাড়ির দিকে যাওয়ার পথে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ও মোটরসাইকেলের চালক তৌহিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে ওয়াজেদ আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় তিনি মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম বুরহান উদ্দীন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর