কুষ্টিয়ায় চালের বাজার তদারকিতে জেলা প্রশাসক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৩
ছবি : বাংলাদেশের খবর
লাগাতার চালের দাম বৃদ্ধির ফলে কুষ্টিয়ার বাজারে তদারকির কাজ শুরু করেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের বড়বাজার পরিদর্শন করেন এবং চালের দাম ও মুনাফার হার যাচাই করেন। এসময় তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাইকারি এবং খুচরা বিক্রয়মূল্যের রসিদ মনিটরিং করেন।
বাজার তদারকি শেষে জেলা প্রশাসক বলেন, ‘চালের বাজারের প্রকৃত চিত্র বের করার চেষ্টা করছি, যেখানে অসামঞ্জস্য রয়েছে বা কেন দাম বাড়ছে তা খতিয়ে দেখা হচ্ছে। বাজারে আমদানি করা চালের দাম কম থাকলে, তাহলে স্থানীয় চালের দাম বাড়ানোর যৌক্তিকতা কী, বিষয়টি আমরা তদন্ত করছি।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল্ ওয়াজিউর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি।
আকরাজ্জুমান আরিফ/এমআই