Logo

সারাদেশ

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের টিমকে লক্ষ্য করে গুলি

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের টিমকে লক্ষ্য করে গুলি

নরসিংদীর রায়পুরার চর মধুয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানোর সময় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিমকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধুয়ায় এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের টিমে থাকা রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকলেই অক্ষত রয়েছে। তবে এই ঘটনায় নদীর পাড়ের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভ্রাম্যমাণ আদালতের টিমে ছিলেন- রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

জানা গেছে, নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীর দুইটি স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। প্রথমে উপজেলার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইজারাকৃত বালুমহাল অবৈধভাবে রায়পুরার চরমধুয়ার ধরাভাঙ্গা এলাকায় বালু উত্তোলনকালে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে একটি ড্রেজার মেশিন জব্দ ও দুইজনকে আটকসহ ১০ লাখ টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়।

পরে চরমধুয়া ইউনিয়নের শমিবাদ এলাকায় ইজারা ছাড়াই বেশ কয়েকটি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় কাছাকাছি পৌঁছলে ড্রেজার মেশিন থেকে কিছু দুষ্কৃতকারীরা ভ্রাম্যমাণ আদালতের টিমকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় ভ্রাম্যমাণ আদালতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় সেখান থেকে ফিরে আসে ভ্রাম্যমাণ আদালত। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ‘কারা এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানের টিমকে ওপর গুলি বর্ষণ করেছে ইতোমধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া চরাঞ্চলে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। এসব অবৈধ অস্ত্র উদ্ধারেও বড় ধরনের অভিযান চালানো হবে।’

সুমন রায়/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর