Logo

সারাদেশ

খেলাফত প্রতিষ্ঠা করতে গণআন্দোলনের বিকল্প নেই : মামুনুল হক

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪

খেলাফত প্রতিষ্ঠা করতে গণআন্দোলনের বিকল্প নেই : মামুনুল হক

ছবি : বাংলাদেশের খবর

খেলাফত প্রতিষ্ঠা করতে গণআন্দোলনের বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিসের জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মামুনুল বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকৃত লক্ষ্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা। এর জন্য গণআন্দোলনের কোনো বিকল্প নেই। গণআন্দোলনের মাধ্যমে সব অপশক্তিকে পরাস্ত করে গণমানুষের ব্যাপক সমর্থন এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে একটি বিপ্লব সংঘঠিত করতে হবে।’

তিনি বলেন, ‘বিপ্লবের মাধ্যমে মানবরচিত সব মতবাদ-তন্ত্রমন্ত্রের পতন ঘটবে। বাংলাদেশ হবে খেলাফত রাষ্ট্র। বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র। দীর্ঘ শতাব্দীকাল ধরে আমরা আমাদের এই মাতৃভূমি, এই ভূখন্ডে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা-সাধনা করেছি। কিন্তু দুভাগ্যজনকভাবে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা বারবার জনগণকে প্রতারিত করেছে।’

জুলাই-আসস্টের কথা উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ও তার জালিম সরকারের পতনের মধ্য দিয়ে আদিপত্যবাদী ভারতের সেবাদাসের পতন হয়েছে। যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে তাদের ইচ্ছা ও অভিপ্রায়কে বিশ্বদরবারে জানান দিতে সক্ষম হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের জুলাই ও আসস্টের বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বাংলাদেশের যুবক ও তরুণ প্রজন্ম যদি রুখে দাড়ায়, তাহলে কোনো আধিপাত্যবাদী শক্তি জাতির উপর তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারে না।’

এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রিয় অফিস ও প্রকাশনা সম্পাদক রাকীবুল ইসলাম, খেলাফত মজলিস ভোলা উত্তরের আহবায়ক মাকসুদুর রহমান, যুব মজলিস ভোলা দক্ষিণের সভাপতি মো. ওবাইদুল্লাহ মাদানী প্রমুখ।

এস মেজবাহ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর