Logo

সারাদেশ

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ঘুমন্ত শিশু নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০০:৩৫

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ঘুমন্ত শিশু নিহত

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফে মোছনী ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে এক শিশু নিহত হয়েছে বলে ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে। এছাড়াও নিখোঁজ রয়েছে দুইজন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ক্যাম্পের জি-২ ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে শতাধিক ঘর।

২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মো. আয়াছ জানান, ‘রাতে হঠাৎ বাজারের পাশে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও জরুরি সাড়াদান কার্যক্রমের অংশ হিসেবে অগ্নিদুর্গত এলাকায় ক্যাম্প প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ স্বেচ্ছাসেবকদের সমন্বিত কর্মতৎপরতা চলছে।

ক্যাম্প-২৬-এর সহকারী ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) মোস্তাক আহমেদ বাংলাদেশের খবরকে মুঠোফোনে জানান, ‘আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। ঘুমন্ত অবস্থায় নিহত শিশুর বয়স আনুমানিক ৫-৬ বছর হবে।’ কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গত ২৪ ডিসেম্বর উখিয়ার ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে আগুন পুড়ে যায় ৬ শতাধিক ঘর, শিশুসহ নিহত হয় ২ জন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর