Logo

সারাদেশ

হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টি, আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৪৩

হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টি, আ.লীগ নেতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (১৮ জানুয়ারি) দেশে হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা চালানোর পরিকল্পনা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে কবিরুল ইসলাম শিকদারকে থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। 

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাতে সেনাবাহিনীর সদস্যরা নগরীর মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে থানায় পাঠানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কবির শিকদার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী। গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকা ছিল। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে৷ সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। এ ছাড়া শনিবার (১৮ জানুয়ারি) হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে আদালতে পাঠানো হবে।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর