Logo

সারাদেশ

রায়গঞ্জে মাদারতলা খালের ওপর সেতু নির্মাণের দাবি

Icon

চলনবিল প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৫২

রায়গঞ্জে মাদারতলা খালের ওপর সেতু নির্মাণের দাবি

শীত মৌসুমে পানিশূন্য মাদারতলা খাল | ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মাদারতলা খালের ওপর সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে রৌহা উত্তর পাড়া পর্যন্ত রাস্তার মাঝখানে একটি খাল রয়েছে। প্রায় ১০ হাজার মানুষের চলাচলের একমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই খাল।

স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও এখনো এ খালের ওপর কোনো সেতু নির্মাণ হয়নি, যা বর্ষা ও শুষ্ক মৌসুমে স্থানীয়দের জন্য বেশ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।  

প্রতিদিনের দুর্ভোগ
প্রতিদিন রৌহা উত্তর পাড়া গ্রামসহ আশপাশের পাঁচটি গ্রামের মানুষ বাজার, স্কুল-কলেজ ও অন্যান্য জরুরি কাজে যেতে এই খাল পার হতে বাধ্য হন। বর্ষায় নৌকা কিংবা বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা।  

অটোরিকশাচালক আব্দুল মজিদ বলেন, ‘সেতু না থাকায় আমাদের প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সহজেই উপজেলা শহরে যাতায়াত সম্ভব হতো, কিন্তু সেতু না থাকায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।’  

কৃষক আব্দুল জলিল জানান, ‘আমাদের উৎপাদিত ফসল বাজারে নিতে অনেক দূর ঘুরে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বেড়ে যায়। সেতু হলে এই সমস্যার সমাধান হবে।’  

শিক্ষার্থীদের জন্য বিপত্তি
শিক্ষার্থীরাও এই খালের কারণে বিপাকে পড়েছেন। স্থানীয় দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা খাতুন বলেন, ‘জন্ম থেকে দেখে আসছি, খালের ওপর কোনো সেতু নেই। বর্ষায় বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাওয়া খুব কষ্টকর। অনেক সময় সাঁকো দিয়ে পার হতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় পড়তে হয়।’  

রৌহা এইচজিবিএল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘বর্ষাকালে শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়। এতে পড়াশোনার প্রতি অনীহা তৈরি হচ্ছে। আমরা দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানাই।’ 

প্রশাসনের আশ্বাস
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী তামান্না রহমান বলেন, ‘মাদারতলা খালের ওপর সেতু নির্মাণের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’  

এলাকাবাসীর প্রত্যাশা, এই সেতু নির্মিত হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। পাশাপাশি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ও কৃষকদের পণ্যের বাজারজাতকরণ আরও সহজ হয়ে ওঠবে। 

ফিরোজ আল আমিন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর