কিশোরগঞ্জে ভোটার তালিকা হালনাগাদে দিনব্যাপী প্রশিক্ষণ
হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:০৭
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের নিকলীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হুদা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. মুরশেদ আলম, নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রশিক্ষণে মোট ৬০ জন অংশগ্রহণ করেন, এর মধ্যে ৪০ জন তথ্যসংগ্রহকারী এবং ১০ জন সুপারভাইজার ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া, তথ্য সংগ্রহের কৌশল ও সঠিক তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
মো. হাবিব মিয়া/এমআই