পর্যটকদের উপচেপড়া ভিড় কুয়াকাটায়
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:২১
![পর্যটকদের উপচেপড়া ভিড় কুয়াকাটায়](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/17/Bangladesher-Khabor-FAT-(4)-678a2219f16ee.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাপ্তাহিক দুই দিনের ছুটি ও মাসব্যাপী পর্যটন মেলার কারণে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজীর তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই কুয়াকাটার প্রায় ৮০% হোটেল বুকিং সম্পন্ন হয়েছে।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে এ মেলা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে। মেলায় রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, স্থানীয় পণ্যের প্রদর্শনী ও বিনোদনের বিশেষ আয়োজন।
সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটার শুঁটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও ঝাউবাগানসহ প্রায় সব পর্যটন স্পটেই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। পর্যটকরা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, সমুদ্রের জলে গা ভাসানো, ছবি তোলা ও ঘোড়ার পিঠে চড়ে সৈকত ভ্রমণ করছেন।
এছাড়া কুয়াকাটার পশ্চিমে ফাতরার বন, লাল কাঁকড়ার চর, শুঁটকি পল্লী, সোনাকাটা ফকিরহাট ও সমুদ্রের মাঝখানে জেগে ওঠা চর বিজয়েও পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখানে অতিথি পাখি ও লাল কাঁকড়ার মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করছে।
ঢাকা থেকে আগত পর্যটক হামিদ বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানকার সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখতে আসা সার্থক মনে হচ্ছে। মেলা উপলক্ষে আরও বেশি আনন্দ পাওয়া যাচ্ছে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ী মো. জাকির হোসেন জানান, পর্যটকদের চাহিদা মেটাতে হোটেল, মোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন সেবা খাতগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটকদের আগমনের কারণে আমাদের ব্যবসায়িক কার্যক্রম অনেক ভালো চলছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকদের সেবা ও আইনি সহায়তা দেওয়া আমাদের কর্তব্য। সাপ্তাহিক দুই দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বেড়েছে। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি সার্বক্ষণিক মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সচেতন করা হচ্ছে।
জাকারিয়া জাহিদ/এমবি