নওগাঁয় বিএনপি নেতা হত্যা, যুবলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩
-678a26279d8ae.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক মাইদুর রহমানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ১৪ নম্বর আসামি মনিরুল ইসলাম বাদশাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার গানইর ফরেস্ট এলাকা থেকে মনিরুলকে গ্রেপ্তার করে শুক্রবার (১৭ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।
মনিরুল ইসলাম নিতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি খোর্দগানইর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৪ জানুয়ারি নিতপুর রনশদা বীল এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মাইদুর রহমানকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মাইদুরের ছোট ভাই ওবাইদুর রহমান বাদী হয়ে ১৫ জানুয়ারি ২১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে বাদশাকে গ্রেপ্তার করা হয়।
মামলার প্রধান আসামি আব্দুর রহিম ও তার দুই ছেলে ইসমাইল, বারকাতুল্লা ভারতে পালিয়ে গেছে বলে পুলিশের ধারণা। তবে বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
এছাড়াও পুলিশ মোকলেছ আলী (৩৬) নামে আরেক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছাওড় ইউনিয়নের মড়লপাড়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন। এ মামলার তদন্ত চলছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এম এ রাজ্জাক/এমবি