Logo

সারাদেশ

বিস্কুট কিনে বাড়ি ফেরা হলো না শিশু আর‌শির

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, কু‌ড়িগ্রাম

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫

বিস্কুট কিনে বাড়ি ফেরা হলো না শিশু আর‌শির

ছবি : বাংলাদেশের খবর

কু‌ড়িগ্রামের উলিপুরে একটি অটোরিকশার চাপায় ৮ বছর বয়সী আর‌শি খাতুন নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন অটোযাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলার ধাম‌শ্রেনী ইউনিয়নের সু‌ড়িরডারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আর‌শি খাতুন ওই এলাকার বাসিন্দা এজাবুল হকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এজাবুল হক তার মেয়ে আরশি খাতুনকে মোরের দোকান থেকে বিস্কুট কিনে দেন। বিস্কুট হাতে নিয়ে বাড়ি ফিরছিল শিশু আরশি। এ সময় রানিগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ দুর্ঘটনায় অটোরিকশার ভেতরে থাকা আরও তিন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরশি খাতুনকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মোহাইমিনুল ইসলাম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর