Logo

সারাদেশ

কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৪

কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব

ছবি : বাংলাদেশের খবর

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব। শনিবার (১৮ জানুয়ারি) সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক ফৌজিয়া খান এ উৎসবের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের উৎসবে মোট ৪০টি স্টল অংশগ্রহণ করছে, যেখানে প্রদর্শিত হচ্ছে দেশীয় পিঠা, বই, কারু পণ্য, কুটির শিল্প, প্রসাধনী, ফাস্ট ফুড, ব্লাড গ্রুপ নির্ণয়সহ নানা সেবা। এসব স্টলে তরুণ উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন, যা তাদের ব্যবসা এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহায়ক।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ‘তরুণদের জন্য সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। যারা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করেছেন, তাদের পণ্য বাজারজাতকরণের জন্য এমন প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ তাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আরও প্রফেশনাল করে তুলবে এবং সৃজনশীলতার নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে। 

আব্দুর রউফ ভুঁইয়া/এটিআর 


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর