মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:০২
বরগুনার আমতলীতে গুলিশাখালি কালিবাড়ি ন.ম.ম. আমজাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। গত ৬ জানুয়ারি মাদ্রাসার অধ্যক্ষ মো. আলি হোসেন ৮টি মেহগনি গাছ কেটে ফেলেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ি গ্রামে অবস্থিত এই মাদ্রাসাটি স্থানীয়ভাবে পরিচিত ও সুনামের সাথে পরিচালিত হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মো. নুরুল হক হাওলাদার অভিযোগ করেন, অধ্যক্ষ মো. আলি হোসেন মাদ্রাসার কোনো অনুমতি বা ম্যানেজিং কমিটির রেজুলেশন ছাড়াই গাছগুলো কেটে ফেলেন।
এ ঘটনায় ১৩ জানুয়ারি মো. নুরুল হক হাওলাদার আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরও বলা হয়, মাদ্রাসার পুরনো শ্রেণিকক্ষ সংস্কার ও নতুন শ্রেণিকক্ষ নির্মাণের অজুহাতে গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মো. আলি হোসেন দাবি করেন, গাছ কাটার অনুমতি না নেওয়ার বিষয়টি তিনি জানেন না। গাছগুলো কাটার উদ্দেশ্য ছিল নতুন শ্রেণিকক্ষ তৈরি করা।
তিনি বলেন, ‘গাছ কাটার অনুমতির জন্য প্রয়োজনীয় সময়ের দরকার ছিল। শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে সম্ভবত গাছগুলো কাটা হয়েছে।’
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও জমিদাতা মো. নুরুল হক হাওলাদার বলেন, ‘অধ্যক্ষ নিয়মনীতি না মেনে গাছ কেটেছেন। আমি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দায়ের করেছি।’
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ‘অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা অপরাধ। আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমজে