Logo

সারাদেশ

হালখাতা করেও মেলেনি বাকি টাকা, ব্যবসায়ীর আত্মহত্যা

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:০২

হালখাতা করেও মেলেনি বাকি টাকা, ব্যবসায়ীর আত্মহত্যা

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের সালথায় নিজ দোকান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে মা জবেদা হার্ডওয়্যার স্টোর নামক দোকানের আড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি, বাজারের পাশের ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে মো. শফিকুল ইসলাম উকিল (৫০)।

জানা গেছে, শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে রড, সিমেন্ট এবং হার্ডওয়্যারের ব্যবসা করতেন। রাতে তিনি দোকানেই থাকতেন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে দোকানেই ঘুমিয়ে ছিলেন। সকালে তার দোকান না খোলায় পরিবারের সদস্যরা সন্দেহ করেন। পরে তারা দোকানের সার্টার ভেঙে ভেতরে গিয়ে শফিকুলের লাশ দোকানের আড়া সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন এবং স্থানীয়রা।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শফিকুল ব্যবসা করতে গিয়ে ক্রেতাদের ২০-২৫ লাখ টাকা বাকি দেন এবং সম্প্রতি হালখাতা করেও ওই টাকা সংগ্রহ করতে পারেননি। এছাড়া দোকানের পুঁজির জন্য তিনি ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু দেনাদাররা টাকা পরিশোধ না করায় ঋণও পরিশোধ করতে পারেন নি।’

মো. পারভেজ মিয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর