সচিবের বাড়িতে ডাকাতি, মাস্টারমাইন্ডসহ গ্রেপ্তার ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫
-678b94688a8ab.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের শ্রীনগরে পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ ৭ জন ডাকাত চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ‘গত ৪ জানুয়ারি রাতে শ্রীনগরের শিবরামপুর এলাকায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম খানের বোন রওশন আরা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান শুরু করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ১৩ দিনের মধ্যে মূল মাস্টারমাইন্ড সালাউদ্দিনকে ঢাকার আশপাশ থেকে এবং স্বর্ণালংকার ক্রেতা উজ্জ্বল দাসকে শ্রীনগর থেকে গ্রেপ্তার করে।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর পাঁচজন ডাকাত সদস্য রুবেল হোসেন (৩৭), মো. সজিব মিয়া (২৫), মো. ফয়সাল (২৭), মিলন (৩৮) এবং ওবায়দুল হককে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা, ডাকাতিতে ব্যবহৃত পিকআপ, শাবল, কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ ঘটনায় অন্য জড়িতদের গ্রেপ্তার এবং খোয়া যাওয়া অন্য সরঞ্জাম উদ্ধারের জন্য অভিযান চলছে।
উল্লেখ্য, ৪ জানুয়ারি রাতে শ্রীনগরের শিবরামপুর এলাকায় সেলিম খানের বাড়িতে ডাকাতি হয়। এ সময় বাড়ির লোকজনকে জিম্মি করে প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকা এবং ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাত দল।
আবু সাঈদ আপন/এমআই