Logo

সারাদেশ

উদীচী মচমইল শাখার নবনির্বাচিত সভাপতি আফির, সম্পাদক শীতেন্দ্র

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫২

উদীচী মচমইল শাখার নবনির্বাচিত সভাপতি আফির, সম্পাদক শীতেন্দ্র

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মচমইল শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আফির উদ্দিন প্রামানিককে সভাপতি এবং শীতেন্দ্রনাথ প্রামানিককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট ২ বছর মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়। এ ছাড়া ধীরেন্দ্রনাথ প্রামানিককে কোষাধ্যক্ষ এবং আক্কাস আলীকে জাতীয় পরিষদ সদস্য করা হয়।

সম্মেলনটি বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের খর্দ্দকৌড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দ পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিজন সরকার, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, খর্দ্দকৌড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সিপিবি বাগমারা উপজেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডুগু প্রমুখ।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর