নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পঞ্চগড়ে তারুণ্যের উৎসব শুরু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২০:০৩
ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী তারুণ্য উৎসব, যার প্রতিপাদ্য ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এই উৎসবে কিশোর ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উৎসবটির মধ্যে ২৩টি ইভেন্টের মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হয় সাইকেল রেইস, অবস্টাকল রেইস এবং স্কেটিং প্রতিযোগিতা। জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী, ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টনমেন্টের মেজর মেহেদী হাসানও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবটি ২৫টি ইভেন্ট নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে গ্রামীণ খেলাধুলার নানা প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছে, যা উপভোগ করছে হাজার হাজার দর্শক। "কেমন চাই আগামীর বাংলাদেশ" শিরোনামে জেলার বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলায় তরুণদের অংশগ্রহণে কর্মশালাও অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া স্কুল ও শহরের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র বিলুপ্তি রোধে পাখির অভয়ারণ্য স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। ভলিবল, ফুটবল ও কারাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তরুণ-তরুণীরা, যা বিপুল দর্শকের প্রশংসা পাচ্ছে।
আগামী ২১ জানুয়ারি বিতর্ক উৎসব, ২২ জানুয়ারি উপস্থিত বক্তৃতা, ২৩ জানুয়ারি তিনদিনব্যাপী পিঠা উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে। ২৪ জানুয়ারি দিনব্যাপী ক্রীড়া বিনোদন, স্কিল ডেভেলপমেন্ট ইযুথ সামিট, ইংলিশ স্পিকিং, ফ্রিল্যান্সিং, নেটওয়ার্কিং এবং কমিউনিকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি বিখ্যাত ব্যান্ড শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে।
এ উৎসবের সফল বাস্তবায়নে ২ শতাধিক তরুণ উজ্জীবিত হয়ে কাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান জানান, "হাজার হাজার তরুণ মাদক ও দুর্নীতিবিরোধী স্লোগানে মুখরিত করেছে পঞ্চগড় জেলা।"
সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব জানান, ‘জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাইকেলিং ও অবস্টাকল রেইস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা কিশোর ও তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।’
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ‘এই উৎসবের মাধ্যমে তরুণদের নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য রাখা হয়েছে। তরুণদের উৎসব বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং উৎসবের প্রতিটি ইভেন্টে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।’
এসকে দোয়েল/এমআই