আজহারীর মাহফিল শেষে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২০:০৪
ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে রাজ নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এ ঘটনা ঘটে।
নিহত রাজ কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয়। অনেকে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় মানুষের চাপে ছাদ থেকে পড়ে গিয়ে রাজ ট্রেনে কাটা পড়ে নিহত হয়।
তবে এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান জানান, ওই শিশু ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে সে ট্রেনের ছাদে ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
রাহেবুল ইসলাম টিটুল/এমবি