অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্যাট বৃদ্ধি : স্বাস্থ্য উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৩
-678bbe28cf987.jpg)
অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্যাট বৃদ্ধি বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।
নূরজাহান বেগম বলেন, ‘দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন খাতে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল। তবে ওষুধের ক্ষেত্রে বিষয়টি আলাদা। প্রথম থেকেই ওষুধের ভ্যাট কমানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এই সুপারিশ বিবেচনায় নেবে বলে আশা করছি।’
চিকিৎসা খাতে বর্তমানে যে সংকট বিদ্যমান, তা নিরসনে সরকার কাজ করছে বলে জানান তিনি। স্বাস্থ্য খাতে নানা সংস্কারের জন্য একটি বিশেষ কমিটি কাজ করছে, যার প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু হবে বলে জানান উপদেষ্টা।
উপদেষ্টা নূরজাহান বেগম আন্দোলনকালে যারা আহত বা নিহত হয়েছেন এবং যাদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে, তাদের ত্যাগ ও অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করার আহ্বান জানান।
বিভিন্ন প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, ‘পূর্ববর্তী সময়ে নেওয়া চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন প্রকল্পগুলো যথাযথ ফলপ্রসূ হয়নি। হাসপাতালের অবস্থা এখনো ভঙ্গুর।’
ডিআর/এমজে