আজহারীর মাহফিলে চুরি, ২২ নারীকে কোর্টে প্রেরণ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৪৩
ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিলে আসা ভক্ত ও মুসল্লিদের মোবাইলফোন এবং স্বর্ণালংকার চুরির ঘটনায় আটক ২৩ জনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর থানা থেকে কোর্টে প্রেরণ করা হয় তাদের।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরনবী। বাংলাদেশের খবরকে তিনি বলেন, আজহারীর মাহফিলে চুরির ঘটনায় আটক ২২ নারী ও এক পুরুষকে কোর্টে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়েছে।
এর আগে, গতকাল লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী উদ্যানে তাফসির মাহফিলের আয়োজন করে ‘ইসলামিক সোসাইটি’ নামের একটি সংগঠন। মাহফিলে বেলা ২টার দিকে বক্তব্য শুরু করেন প্রধান বক্তা মিজানুর রহমান আজহারী। এসময় মাহফিল এলাকাজুড়ে লক্ষাধিক মানুষের সমাগম হয়।
এতে বিভিন্ন জায়গায় জিনিসপত্র চুরি ও খোয়ানোর ঘটনা ঘটে। পরে বিকেলে ভুক্তভোগীরা লালমনিরহাট সদর থানায় মোবাইল ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৯টি সাধারণ ডায়েরী করেন। এরই ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়।
জেকেজে/এটিআর/এনআর/