কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১১
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মৎস্য সম্পদ রক্ষায় চলমান বিশেষ কম্বিং অপারেশনের সপ্তম দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাঙ্গাবালী থানা পুলিশের সহযোগিতায় শনিবার দিনভর রাবনাবাদ নদী, জাহাজমারা, সোনারচর ও বঙ্গোপসাগর মোহনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য কর্মকর্তারা তিন লাখ মিটার অবৈধ বেড় জাল, চরঘেরা জাল ও বেহুন্দি জাল জব্দ করেন। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
জব্দ করার পর জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।
ফিরোজ ফরাজী/এটিআর