Logo

সারাদেশ

২ স্ত্রীকে হুমকি দিয়ে স্বামীর আত্মহত্যা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:০৮

২ স্ত্রীকে হুমকি দিয়ে স্বামীর আত্মহত্যা

সিলেটে দুই স্ত্রীকে আত্মহত্যার হুমকি দিয়ে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিয়েছেন শুকুর আলী (৪০) নামে এক স্বামী। পুলিশের ধারণা, দড়ির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) সকালে সিলেট মহানগরের সওদাগরটুলা এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত শুকুর আলী সিলেটের বিশ্বনাথের রামপাশা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তিনি সওদাগরটুলা এলাকার বারী মিয়ার কলোনিতে (বাসা নং ৪৪) দুই স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।

জানা গেছে, রোববার সকালে টিন সেট ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় শুকুর আলীর দেহ ঝুলতে দেখে লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুকুর আলী দুই বিয়ে করেছেন। প্রায়ই তার সাথে দুই স্ত্রীর ঝগড়া হতো। কয়েকদিন আগে এক স্ত্রী তাকে ছেড়ে চলে যান। সংসারে শান্তি না থাকায় শুকুর আলী প্রায়ই দুই স্ত্রীকে আত্মহত্যা করার হুমকি দিতেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। প্রতিবেশীরা বলছেন, শুকুরের প্রায়ই দুই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো।

রেজাউল হক ডালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর