হাসপাতাল থেকে রক্ত চুরি করে বিক্রি, আবারও প্রতারণা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫১
-678cd94d068a2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহে হাসপাতাল থেকে কৌশলে রক্ত চুরি করে সাধারণ মানুষের কাছে বিক্রি করত একটি চক্র। পরে আবারও রোগীকে রক্ত সংগ্রহ করে দেবে বলে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মাওলানা মো. আব্দুর রহমান খানের ছেলে মো. নাঈম খান পাঠান (৩৮) ও মহানগরীর মড়লবাড়ি এলাকার মন্টু চন্দ্র দের ছেলে তুষার চন্দ্র দে (২২)। তুষার নিজের পরিচয় লুকিয়ে ছদ্মনাম আবদুল্লাহ ব্যবহার করতো।
অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান বলেন, শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে কর্মরত সদস্যদের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ রক্ত উদ্ধার করা হয়। তাদের সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত হাসপাতাল থেকে কৌশলে রক্ত চুরিসহ সাধারণ মানুষকে রক্ত বিক্রির কথা বলে প্রতারণা করে আসছে।
ওসি আরও বলেন, হাসপাতাল থেকে তারা কীভাবে রক্তগুলো চুরি করত এবং কেউ সহযোগিতা করছে কি না এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
নাজমুস সাকিব/এমবি