Logo

সারাদেশ

২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষ

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকটের কারণে রৌমারী-চিলমারী রুটে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নদের পানি কমে যাওয়ায় গত ২৮ দিন ধরে চলছে না ফেরি। ফলে পণ্যবাহী ট্রাকগুলো পারাপারের অপেক্ষায় নদীর দু’তীরে অবস্থান করছে। এতে ভোগান্তির মুখে পড়েছে সকল শ্রেণি-পেশার মানুষ।

তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, ব্রহ্মপুত্র নদে ড্রেজিং এর কাজ চলমান রয়েছে। চিলমারী-রৌমারী রুটে নদী খননের কাজ শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে। এখন এ জায়গাগুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীরতা করলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

জানা গেছে, গত ২৮দিন ধরে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকট চলছে। এতে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হয়েছিল। কিন্তু শনিবার থেকে ফেরির নিচের অংশ পানির নিচে মাটিতে আটকে যাওয়ায় ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। এতে রৌমারী চিলমারী ফেরি ঘাট দু’পাড়ে পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে।কবে নাগাদ ফেরি চলাচল স্বাভাবিক হবে সেটাও জানা নেই।ফলে পারাপারের অনিশ্চয়তা ও ভোগান্তি নিয়ে পড়ে আছে যাত্রীসহ পরিবহনগুলো।

স্থানীয় বাসিন্দা মো. রাজু আহমেদ বলেন, ব্রহ্মপুত্র নদীর পানি কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ। কিন্তু নদীর ড্রেজিং এর কাজ যদি ঠিকমতো চলতো এমন অবস্থায় পড়তে হতো না। সরকার ড্রেজিং এর জন্য টাকা ব্যয় করছে। কিন্তু সেই কাজ দিনে দুই-তিন ঘণ্টা চললে কেমনে দ্রুত সমাধান হবে।

ট্রাকচালক সাইদুল ইসলাম বলেন, আমি প্রতি সপ্তাহে রৌমারী ঘাট হয়ে ট্রাক নিয়ে জামালপুর যাই। শনিবার রাতে এসে শুনি ফেরি চলাচল বন্ধ। পাথর বোঝাই ট্রাক নিয়ে আছি।জানি না কবে নাগাদ ফেরি চলাচল শুরু করবে।খুবই বিড়ম্বনায় পড়লাম।

চিলমারী ফেরি সার্ভিস বিআইডব্লিউটিসি‘র ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, গত ২৮ দিন ধরে ব্রহ্মপুত্রের নাব্যতা সৃষ্টির কারণে ফেরি চলাচল বন্ধ। নদের দু’দিকে ড্রেজিং এর কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

ফজলুল করিম ফারাজী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর