ভয়াবহ বিস্ফোরণে হেলে পড়ল আ.লীগ নেতার ভবন, আহত ৪

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:১০
-678d07c46b97b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার কেরানীগঞ্জে একটি ছয় তলা আবাসিক ভবনের নিচ তলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এর মধ্যে একজন গুরুতর অগ্নিদগ্ধ। বিস্ফোরণে ভবনের নিচতলার কলাম ভেঙে পাশের তিনতলা ভবনের উপর হেলে পড়েছে।
রোববার (১৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ নয়াবাড়ি এলাকায় স্বাধীন মিয়ার বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে রয়েছেন, কলি (৩২), আঁখি (২৮), তার ছেলে আবির (১০) ও সজীব (২৫)। সজীব বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
জানা গেছে, ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় আশপাশের কয়েকটি ভবনের জানালা ও দরজা ক্ষতিগ্রস্ত হয়। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
আহত আঁখি আক্তার বলেন, ‘রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে আমার ঘরের দেয়াল ভেঙে পড়ে। জানালার কাঁচ আমার পায়ের উপর পড়ে। ফ্যানটি ছেলের মাথার ওপর পড়ে যায়। চারিদিকে আগুন জ্বলছিল। কোনোরকমে ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। পরে এলাকাবাসী আমাদের হাসপাতালে নিয়ে যায়।’
স্থানীয় বাসিন্দা সাগর জানান, ভবন মালিক স্বাধীন মিয়া আওয়ামী লীগ নেতা।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ বা স্যুয়ারেজ সিস্টেম থেকে বিস্ফোরণের সম্ভাবনা থাকলেও ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে। পাশের তিনতলা ভবনের উপর হেলে পড়ায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এমজে/ওএফ