Logo

সারাদেশ

পঞ্চগড়ে ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৩৩

পঞ্চগড়ে ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে তেঁতুলিয়ার শালবাহান রোডের ডাহুক কমলা বাগান এলাকায় বাংলাবান্ধা-পঞ্চগড়গামী ওই বাস থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ১৮ ব্যাটালিয়নের বিজিবির নায়েব সুবেদার সৈবুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাবান্ধা-পঞ্চগড়গামী এসআর পরিবহন নামক যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করেন তারা। এতে বাসের ভেতর থেকে এক কেজি ৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া মাদকের মূল্য ২০ লাখ ৭৪ হাজার টাকা। 

বিজিবি আরও জানায়, প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই মাদক নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইন তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

এসকে দোয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর