ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৮:০০

ছবি : সংগৃহীত
লালমনিরহাটের হাতিবান্ধায় ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বার্তা।
রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ‘হাতিবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’-এর সাইনবোর্ডে হঠাৎ করেই এই বার্তাটি ভেসে ওঠে। এ ঘটনায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লিনিকটি যৌথভাবে পরিচালিত হয়। মালিকদের মধ্যে একজন আওয়ামীপন্থী ও অপরজন বিএনপি সমর্থক হিসেবে পরিচিত। এই বার্তা প্রদর্শিত হওয়ার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, এটি সফটওয়্যার হ্যাকিংয়ের ঘটনা। বিষয়টি নিয়ে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
হাতিবান্ধা থানার তদন্ত কর্মকর্তা মামুন হোসেন বলেন, ‘আমাদের উপস্থিতিতেই সাইনবোর্ডে বার্তাটি স্ক্রোল হচ্ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখতে ক্লিনিকের সফটওয়্যার থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ আমাদের কাছে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।’
এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি একটি পরিকল্পিত হ্যাকিংয়ের ঘটনা। তবে এখন পর্যন্ত কারা এবং কী উদ্দেশ্যে এই বার্তা প্রদর্শন করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এটিআর/